আজিকে ধরায়,করিছে হরায়,
লহিবে বরষা,ধরিবো গান
বাজিবে মোর আকুল প্রান ।।


চারিদিকে এত কিসের ঘ্রান?
কেড়েছে মম আকুল প্রান ।
আয় ছুটে তোরা আয়,
খেলিব আজ ঘন বরষায় ।।


ঐ বিতানে ঝিলিক মারে,
ধরিবে হরসা,করিবে বরষা ।
ঐ গগনে আগুন হানে
মোরে পাগল করে বরষা,
বরষার এই নতুন ঘ্রানে,
লুঠবো মোরা আগুন তানে ।।


আয় তোরা ছুটে আয়,
বরষায় আজ লুটি খেলাই ।
আয়রে তোরা সব ছুটে আয়,
বরষা আজ মাখবো গায় ।।