প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী,
আমি দিবানিশি কান পেতে তোমারই কন্ঠ শুনি।
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
কি গান ধরেছো তুমি দিলে বাজে সূর,
ভালোবাসার গান কি প্রিয়া এতই মধুর?
এতই মধুর প্রিয়া এতই মধুর।
শুনাও তুমি শুনাওরে প্রিয়া আরো কিছু বানী,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
তোমার ঐ আঁচল বিছায়া দাও শুয়ে পরি আমি,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
তোমার ঐ কাজল কালো কেশের ঘ্রানে পাগল হলাম আমি,
প্রিয়া তুমি মোর বেহেস্তেরই রানী(২)।
বেহেস্তের হুরেরা থাকে কেমন জানি,
তুমি প্রিয়া সেই মোর দুনিয়াবি বেহেস্তেরই রানী(২)।
বেহেস্ত দেখিনি আমি,তোমায় দেখিয়া আমি বুঝেছি সেই বানী,
প্রিয়া তুমি মোর দুনিয়াবি বেহেস্তেরই রানী(২)।