মৌলা তোমার ভালোবাসার, বহিঃপ্রকাশের ধরণ
যে তোমারে ভালোবেসেছে, সেই বুঝতে পারে কেমন ।।


হয়তো চোখে দেখা যায় না, নিরাকারেই আসন
কোনো কথা শোনা যায় না, তবু তোমার বিচরণ
যে তোমারে ভালোবেসেছে, সেই বুঝতে পারে কেমন ।।


মানুষ রূপে বুঝা যায় না, করো মানুষে মূল্যায়ন
ক্ষুধার্তকে খাদ্য প্রদান, বিপদে ধৈর্য ধারণ
যে তোমারে ভালোবেসেছে, সেই বুঝতে পারে কেমন ।।


নাজিম উদ্দিন খুঁজে পায় না, প্রশংসায় উদাহরণ
নাজিম উদ্দিন মহা পাপী, ক্ষমা পাবার আবেদন
যে তোমারে ভালোবেসেছে, সেই বুঝতে পারে কেমন ।।