বেলা যায়, কেন তবু মন প্রভুর নাম জপো না
প্রভুর কাছে পছন্দ মানুষ, তুমি মন বুঝো না
ডাকার মতো ডাকলে খোদা, কে বলে শুনেন না
বোকা মন তুমি বোকা, দেখেও কি দেখো না ।।


কেন বুঝো না, আলো ছাড়া তুমি ছিলে আদরে
দশমাস দশদিন তরতাজা প্রাণ মায়ের জঠরে
ক্ষিদের আগে খাবার খেলে, কোন অভাব ছিলো না
বোকা মন তুমি বোকা, তারপরও কি ভাবো না ।।


কেন বুঝো না, চাওয়ার আগে পাওয়া হয়ে যায় সব
বান্দার ডাকে কখনো খোদা যে থাকেন না নিরব
ডাকো খোদা মন প্রাণ ভরে, আর সুযোগ পাবে না
বোকা মন তুমি বোকা, সময় গেলে ফিরে না ।।