নারী তুমি পাষাণের বুকে জ্বলন্ত আগুনে জল
ভালোবাসার মিষ্টি কথা, হাতের স্পর্শ কোমল
তুমি ভালোবাসা পেলে এক কাপড়ে,
যুগের পর যুগ
উপবাস করে না খেয়ে থাকো,
করো না অভিযোগ ।।


শারীরিক নির্যাতন, মানসিক আক্রমণ
সয়ে যাও মুখ বুঝে হাজারও উদাহরণ
অনাদরে আরও আদরে
ভালোবাসা বেশি করে
করছো বিনিয়োগ ।।


নারী তুমি তুলনাতে, ইতিহাস পৃথিবীতে
গৃহিণী পরিবারে, মা জাতি মমতা তে
একাধারে এক নাগাড়ে
কাজে ব্যস্ত নাই শরীরে
বিশ্রামের সুযোগ ।।