জমা ভাউচার, একাউন্ট নং অ্যামাউন্ট সেতো
কোন সে ব্যাংকে, কোন অঙ্কে জমালে কতো
স্ত্রীও সন্তান, ছেলে-মেয়ে কার নামে কোথায়
জমি সম্পদ, টাকা-পয়সা সব যাবে বৃথায়
ও মন মরিলে ধরিলে বিধাতায়
ও মন মরিলে ধরিলে বিধাতায় ।।


সুন্দর বাড়ি রঙ বাহারি আসবাবপত্র
এয়ার কন্ডিশন রুমে থাকা দিবারাত্র
মনের দাবি চাওয়া মাত্র পূরণ হয়ে যায়
জমি সম্পদ, টাকা-পয়সা সব যাবে বৃথায়
ও মন মরিলে ধরিলে বিধাতায়
ও মন মরিলে ধরিলে বিধাতায় ।।


নয়ন ভরে আয়না ধরে দেখ না অন্তর
তার ভিতরে কি রয়েছে কিবা মন্তর
এমন প্রশ্নের কিবা উত্তর ক্যামনে পড়া যায়
জমি সম্পদ, টাকা-পয়সা সব যাবে বৃথায়
ও মন মরিলে ধরিলে বিধাতায়
ও মন মরিলে ধরিলে বিধাতায় ।।