মন ভালো না থাকলে দেহ অসুস্থতার নেই কারণ
দয়াল মন খারাপের যন্ত্রণা ভীষণ ।।


গা মালিশের মলম যদি মন মালিশে দিতাম
হৃদয় জ্বালা পোড়ার ক্ষত এ একটু শান্তি পেতাম
সুখ দিয়ে তাই দুঃখটাকে করিতাম পরিবর্তন
দয়াল মন খারাপের যন্ত্রণা ভীষণ ।।


চাওয়ার চেয়ে পাওয়া যদি বেশি পূরণ হতো
হিসেব ছাড়া অঙ্ক কষে চিন্তা বেড়ে যেতো
নাজিম উদ্দিন ভালো থাকে অল্প সুখেরই জীবন
দয়াল মন খারাপের যন্ত্রণা ভীষণ ।।