মাথার কেশও দিয়া বাঁন্ধিবো চরণ,
আঁচলে করবো বাতাস
দুই তনু এক পরাণ কইরা
প্রাণের বন্ধু তোমায় লইয়া
পার করিবো বারোমাস ।।


তোমারে ভালোবাসিয়া
সাগরে দিলাম ভাসাইয়া
জাতের যত সর্বনাশ
প্রেম আলিঙ্গন, মনের মিলন
প্রাণের বন্ধু মনের কথা
আনন্দে করবো প্রকাশ ।।


তোমারে আপন জানিয়া
মা-বাবা সকল ছাড়িয়া
আসিলাম তোমার নিবাস
নাজিম উদ্দিন দেখেন ভেবে
ঘরের বাহির হইবো যবে
যেদিন মরে হবো লাশ ।।


03.07.2006