কলসিতে জল আছে,
তবুও বলি নাই গো
বন্ধুরে, দেখিতে ঘাটে যাই গো
বন্ধুরে, দেখিতে ঘাটে যাই ।।


চোখে চোখে আমায় রাখে,
মা-বাজানও ভাই গো
মা-বাজানও ভাই
মন উচাটন, রাত্রি যাপন
ঘুম ভুলেছি তাই গো
বন্ধুরে, দেখিতে ঘাটে যাই ।।


আমারও পাগলামি দেখে,
অবাক যায় সবাই গো
অবাক যায় সবাই
আমি কেবল, বন্ধুর পাগল
কেমনে বুঝাই গো
বন্ধুরে, দেখিতে ঘাটে যাই ।।


এত দুঃখ এক পরাণে,
আর কত কুলাই গো
আর কত কুলাই
যায় না সহন, দুঃখ এমন
নাজিম তাঁরে চাই গো
বন্ধুরে, দেখিতে ঘাটে যাই ।।