উড়ছো হাওয়ায়, কালো মেঘের দল
ভাসছো, পড়ছো, করছো কৌশল
আমি চৈত্রের ভ্যাপসা, রোদে পুড়ছি
খালি চোখে ঝাপসা, দিনে দেখছি ।।


ভাবনার বাইরে, হচ্ছে টা কি
অধিকার নাইরে, আড়ালে থাকি
দুরত্ব বাড়ছে, বাড়ছে কোন্দল
আমি চৈত্রের ভ্যাপসা, রোদে পুড়ছি
খালি চোখে ঝাপসা, দিনে দেখছি ।।


কিছুদিন যায় না, বদলে আবার
মন ঘরে রয় না, বুঝালে আমার
দুরত্ব বাড়ছে, বাড়ছে কোন্দল
আমি চৈত্রের ভ্যাপসা, রোদে পুড়ছি
খালি চোখে ঝাপসা, দিনে দেখছি ।।