কাজল মাখা আঁখি জোড়া
মুখের কথা মধু ভরা
হাসি বড় ক্ষতিকর
যে দেখেছে, সে বুঝেছে
তুমি কতো স্বার্থপর ।।


এক নিমেষে যাও হয়ে যাও ডানা কাঁটা পরী
এক পলকে কাছে থাকো আমায় আদর করি
বুঝি না রে কি ছলনা
মনেপ্রাণে লাগে ডোর ।।


এক বেলাতে যাও হয়ে যাও চোখে শ্রাবণ ধারা
এক ফাগুনে ভালোবাসো হৃদয় পাগল পারা
জানি না রে কি বেদনা
বুকে এসে বাঁধে ঘর ।।


এক মনেতে যাও হয়ে যাও বুকে বিষন জ্বালা
এক নজরে বসে থাকো কভু সারা বেলা
হতে তুমি কি পারো না
আবার আমার সহচর ।।


16.03.2007