ফিরে আয়, ফিরে আয় ডাকে শূণ্য ঘর
মানুষ নয় বাজার পণ্য, হয় না মূল্য দর ।।


ভালো ব্যবহারে ভালো থাকা সহজ না
পকেট ভর্তি টাকা যদি সাথে থাকে না
ফিরে দেখ, ফিরে দেখ পিছন শূণ্য তোর
মানুষ নয় বাজার পণ্য, হয় না মূল্য দর ।।


সদা বিনিময়ে চলে শোধ লেনাদেনা
প্রয়োজন ফুরিয়ে গেলে কাছে আসে না
ফিরে ডান, ফিরে বাম দেখ না বালুচর
মানুষ নয় বাজার পণ্য, হয় না মূল্য দর ।।