আমার দোষে-গুণে, দোষ যে বেশি
আমি নাজিম উদ্দিন
আমি ভালো ছিলাম বলবে না কেউ,
তোমরা কোনোদিন ।।


তোদের মতো হয়তো আমি ছিলাম না শৌখিন
আমি নাজিম উদ্দিন
আমি ভালো ছিলাম বলবে না কেউ,
তোমরা কোনোদিন ।।


আকাশ পেলে খেচর হলে উড়িতাম স্বাধীন
আমি নাজিম উদ্দিন
আমি ভালো ছিলাম বলবে না কেউ,
তোমরা কোনোদিন ।।


কি করতেছি জানে সাক্ষী আসমানও জমিন
আমি নাজিম উদ্দিন
আমি ভালো ছিলাম বলবে না কেউ,
তোমরা কোনোদিন ।।