সেই কথাটা মনে হইলে পিত্ত যায় মোর গলে,,
আগুন জ্বালে রে আগুন জ্বলে,,
শাহীনের ও দিলে।।


যা কিছু ছিল আমি পাবার,
তা কেন হলো অন্যের খাবার,
কেন দিলা মজা তার…
অন্যেরে কৌশলে।।


যাতে তাতে অজুহাতে করিয়া দোষী,
ভাল বাসো যতটুকু দুঃখ দাও তার বেশি,
জ্বালাও মারো দিবা-নিশি…
শান্তি নাহি মিলে।।


শাহীনেরো যে কর্ম লাগে না ভালা,
সেই কর্ম করে কেন অন্তর দাও টালা,
সহে না সহে না জ্বালা…
এই ছিল কপালে।।