ওরে ও মন পাখি রে
তোরে কোথায় দিবো ঠাঁই;
আমি যে এক পথের মানুষ
ঘর বাড়ি নাই।
ওরে ও ...ঠাঁই।


অনেক আশায় বাইন্ধা বাসা
ছিলাম নদীর চরে
সেই বাসাটিও উড়িয়ে নিলো
কালবৈশাখী ঝড়ে।
ভিটা মাটিও নদী খাইলো
আর তো কিছুই নাই।
ওরে ও ...ঠাঁই।


আশা ছিলো বুকের খাঁচায়
বাইন্ধা রাখবো তোরে
সেটিও এখন জীর্ণ শীর্ণ
দুঃখে আছে ভরে।


সব হারিয়ে এখন আমি
নিঃস্ব যাযাবর
যারে ভালো বাসতি রে তুই
সেও করলো পর।
কী হবে তোর বাঁচার উপায়
কী দিয়ে বুঝাই।
ওরে ও ...ঠাঁই।
১২-১-২০১৮