তোমাকেই চাই শুধু তোমাকেই চাই
তুমি ছাড়া জীবনে আর কিছুই নাই
তোমাকে পেতে
দিনে ও রাতে
করি কত আয়োজন হে প্রভু নিরঞ্জন
প্রভু, তোমাকেই জীবনে বেশি প্রয়োজন।


সালাতে, জাকাতে, সিয়ামে করি স্মরণ
ইমানের সাথে মোরে দিও গো মরন
মরনের পরে
নির্জন কবরে
আযাবে ফেলো না, করো না পীড়ন
প্রভু, তোমাকেই জীবনে বেশি প্রয়োজন।


হাশরেরও কঠিন দিনে, কেহ নাই তুমি বিনে
রাসূলেরও শাফায়াত দানিও এ দীনহীনে
করিও এ নাদানেরে ক্ষমা
যত পাপ হয়েছে জমা
ক্ষমা চাই, করুণা মাগি ধরে তোমারও চরণ।
প্রভু, তোমাকেই জীবনে বেশি প্রয়োজন।


২৭-৫-২০১৮