“বাঁশ বাগানের/ মাথার উপর/ চাঁদ ওঠেছে ঐ”
কবিতা পড়ে/ মনে বাজে-
আমাদের সেই/ বাঁশ বাগানটি/ কই।


বাঁশ বাগানে/ শুনি এখন
ইটে গড়া) ইমারতের/ করুণ আর্ত/নাদ
দালান কোঠায়/ আকাশ ঢাকা
দেখি না আর/ ঈদের নতুন/ চাঁদ।
জোনাকিরা) জ্বলে না আর
অন্ধকারেই/ জেগে রই।


পরিবেশকে/ ধ্বংস করে/ পড়েছি নিজের ফাঁদে
প্রকৃতির রূপ/ দেখতে আজি/ রুদ্ধ পরান/ কাঁদে।


গাছ গাছালি/ ছিল যত
মাঠে ঘাটে বাটে
পুকুর নদী মাঠ/ সবই গেল
সভ্যতার ঐ/ সর্বগ্রাসী পে/টে।
মরন ফাঁদ/ সভ্যতার এ/ নিষ্ঠুরতা
কেমন করে/ এখন সই।


২৭-১০-২০১৭