জন্মে তোমার ধন্য হলো
বাঙালি ও বাংলাদেশ
শেখ মুজিবুর জাতির পিতা
শ্রদ্ধা তোমায় অনিঃশেষ।


সাতই মার্চে বাজালে যে
তেজী রণতুর্য
তার স্বননে অভ্রে ওঠে
স্বাধীনতার সূর্য
পায়ের শিকল বিকল করে
মুক্ত করলে দেশ। মুক্ত করলে দেশ।
শেখ মুজিবুর জাতির পিতা
শ্রদ্ধা অনিঃশেষ।


সাহসের সেই তর্জনিতে
শুধুই মাটির ঘ্রাণ
তাই পেরেছো বিলিয়ে দিতে
স্বজনসহ প্রাণ।


তোমার মতোন কে আর এমন
ভালোবাসে মাটি
ভেতর-বাহির দেশপ্রেমে
যেমন পরিপাটি
সোনার বাংলার স্বপ্ন তুমি
দেখতে নির্ণিমেষ। দেখতে নির্ণিমেষ।
শেখ মুজিবুর জাতির পিতা
শ্রদ্ধা অনিঃশেষ।
১৫-০৩-২০২২