শরতের বুকে/ শেফালী ঘুমায়
হেমন্তের প্রাণে/ কি আর তা সয়
শেফালী বিহনে/ হেমন্তের চোখে/ তাই
শ্রাবণের ধারা/ বয়।


সারাদেশ জুড়ে/ মৌ মৌ করে
থালা ভরা) নবান্নের ঘ্রাণ
লাজুক শিশির/ চুমু খায় পায়ে
তবুও যে তার/ ভাঙ্গে না মান;
শেফালীর শোকে/ বড় ব্যথা বুকে
হেমন্তের আজ/ বিষন্ন হৃদয়।
শেফালী বিহনে...


অথই ব্যথা/ কয় না যে কথা/ হেমন্ত কাঁদে/ অঝর ধারায়
মাঠে ঘাটে পানি/ফসলি জমিন/ থই থই জলে/ ভেসে যায়।


আহারে মায়াবী/ স্নিগ্ধ শেফালী
হেমন্তকে কেন/ কাঁদিয়ে তুই
শরতের কাছে/ গেলি
আর) হেমন্তের চোখে/ জল এনে দিলি;
‘যে জলে আগুন/ জ্বলে’
সবজির গায়েতে,/ সারা দেশময়।
শেফালী বিহনে...


২০-১০-২০১৭