বন পুড়লে তো সবাই দেখে মন পুড়লে কেউ দেখে না
স্বার্থ দেখলে কাছে থাকে ফুরাইলে আর থাকে না।
পুড়ে পুড়ে হৃদয় আমার হয়েছে অঙ্গার।
জীবন এখন আমার কাছে কষ্টের কারাগার।


বুকের ভিতর কষ্ট জমে হয়েছে এক পারাবার
ভাঙা তরী বাইয়া জীবন ক্যামনে করি পার?
দয়াল তুমি দাও গো সাড়া সহ্য হয় না আর
জীবন এখন আমার কাছে কষ্টের কারাগার।


সুখ যদি না দিবে দয়াল প্রেম দিলে ক্যান মনে
ক্যান করলা না মিলন আমার পরান বন্ধুর সনে?


এ জীবনে সবই দিলাম ভালোবেসে যারে
আশায় আশায় দিন যে গেল পেলাম না আর তারে
কেমন করে সইব আমি এই বেদনার ভার
জীবন এখন আমার কাছে কষ্টের কারাগার।
১৪-১০-২০১৮