তুমি যখন ঢেউয়ের সাথে করো আলিঙ্গন
তখন চরে আটকে থাকে আমার ব্যকুল মন।
আমার বুকের নদীতে আজ ধূ ধু বালুর চর
এখন তোমার সবাই আপন আমি শুধু পর।


তুমি ছিলে ছিল বুকে স্রোতের শীতল ধারা
নদীর গতি থমকে গেছে তোমার পরশ ছাড়া।
গতি হারা নদীতে আজ শুষ্ক বালুর চর
তুমি তো আজ মহা সুখে করছ পরের ঘর।
এখন তোমার সবাই আপন আমি শুধু পর।


বিধির হাতে লেখা আমার নিঠুর নিয়তি
কোন সে ভুলে হারিয়েছি আমার প্রিয়তি।


কত ক্ষত জমা বুকে, অশ্রু ঝরে চোখে
অন্ধ ছিলাম তোমার প্রেমে বিভোল অলীক সুখে।
আমার বুকে বেঁধেছিলাম প্রেমের খেলাঘর
সেই ঘর আমার উপড়ে নিল কালবৈশাখী ঝড়।
এখন তোমার সবাই আপন আমি শুধু পর।
১৯-১২-২০১৭
ছন্দঃ স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ৪/৪/৪/১-২ মাত্রা
গানের শ্রেণিঃ মরমী গান।