(নাচ ঘরের গান)


চোখেতে কালি মুখেতে রঙ
যেমন খুশি সাজবো সঙ
নাওনা লুটে চেটেপুটে
বিকিয়ে দেহ দেব নোটে
নেশার ঘোরে করবে ঢঙ।


জমবে আসর নেবে মজা
রঙিন সুধায় রাজা সাজা
মধুর লোভে আসলে কাছে
রূপের জালে বাঁধব পাছে
দেখবে নাগর কত ঢঙ।


নাচতে পারি গাইতে পারি
ছোবল আমি মারতে পারি।


আমার দুখের কথা থাক
সুখ বেচতে শরম যাক
পেটের জ্বালায় জ্বলি আমি
টাকার গোলাম তুমি আমি
এ যে আমার জীবন জং।