(পুজোর গান)


কাশ ফুটেছে ঢাক বেজেছে মা এসেছে
আসবে ঘরে মনের মানুষ, খবর দিয়েছে
তাই) খুশিতে আজ মন রেঙেছে।
আসছে ঘরে মনের মানুষ, খবর এসেছে।।


কিনে দেবে টিপের পাতা, কাঁচের চুড়ি
ঠোঁট পালিশ আর চুলের ফিতা রঙবাহারি
তাই) পুলকে আজ মন মেতেছে।
আসছে ঘরে মনের মানুষ, খবর এসেছে।।


দু'জনাতে যাব মেলায়, খাব কচুরি
ফুচকা আর ঝালমুড়ি, সাথে বেগুনি
তাই) করবী আজ গান বেঁধেছে।
আসছে ঘরে মনের মানুষ, খবর এসেছে।।


আলতা পা'য়ে ডুরে শাড়ি খোঁপায় দিয়ে ফুল
দেখতে যাব মা'কে আমার, হবে না তো ভুল
তাই) আনন্দেরই বাঁধ ভেঙেছে।
আসছে ঘরে মনের মানুষ, খবর এসেছে।।


ডাকের চিঠি জড়িয়ে ধরে ভাবছি কত কি
আশা আমার পুরোন হবে, সত্যি হবে কি!
দেখি) মেঘের কোলে রোদ হেসেছে।
আসছে ঘরে মনের মানুষ, খবর এসেছে।।