মন বলেছে তোমার সাথে আড়ি
তোমার কথা মিছেই ভাবি খালি
আমি কিগো তোমার চোখের বালি?
চাই না বাড়ি, নাই বা দিলে শাড়ি।


কথাকলি সাধারণ এক নারী
তোমার মনের বাগে হব মালি
তুমি হবে আমার প্রাণের আলি?
প্রেম ভিক্ষারী আমি যে পথচারি।


আসছে পুজো যাব তোমার কাছে
মন যে আমার রাগে-অনুরাগে
ডাকবে কিগো আমায় তুমি ফাগে?
মন ময়ূরী মন আমার নাচে।


আড়ি থেকে ভাব, মিছে শুধু আড়ি
তুমি-আমি আমরা সবুজ সাথি
ঘুচবে কি এবার আঁধার রাতি?
দু'জনে তাই চড়ি হাওয়া গাড়ি।