মনের কালি মনে রেখে করিস পূজা মায়ের!
মা যে আমার দয়াময়ী, মোছায় কালি কালের।


ভুবন গেল রসাতলে, উপায় কি মা বল
মুণ্ডমালা গলে পরে করিসনে মা ছল
রক্তবীজের রক্তপাতে হবে কি মা ফল?
মোদের শোণিত নে মা তবে, মোছা অশ্রু জল
মনের কালি মুছে ফেলে করো পূজা মায়ের।


অবিচারে খড়গ তোমার রাখো রাঙা হাতে
দু'হাত ভরে দাও মা আশিষ মোদের মাথে,
শক্তি পূজা করবো এবার দিনে ও রাতে
ঘোচাও অন্ধকার তুমি মা আলোকপাতে
মনের কালি মুছে দিয়ে করবো পূজা মায়ের।