ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কোনমতে মাথাগুঁজে একসাথে থাকা
সবেমিলে করি কাজ সুখে-দুখে থাকা
একমুঠো ভাত আর শুধু ভালোবাসা।


যদি কেহ বাধ সাধে তার সাথে আড়ি
ঘরে ঘরে কলরব চড়ে না যে হাঁড়ি,
তারপর কি যে হবে জানি সে তো জানি
হয়ে যাবে নিঃস্ব চলে শকুনির পাশা।


শয়তান আছে যারা চিনে নিতে হবে
বড় বড় নোখ আর জীভ আছে সবে,
সমাজের কীট ওরা মুখোশের সাজে
রাম-রহিমের খেলা কে দেখেছে কবে?


বল সবে হরিবোল কাঁধে নিয়ে ঢোল
মুখে দাও চুন কালি টাকে ঢাল ঘোল,
এরপর পা বাড়িয়ে ফিরে আসে আশা
একে একে দুই হয় মেলে ভালোবাসা।