পল্লীর মেয়ে শুন বলছি তোমায়,
নীল রঙা শাড়ি পড়ে চলেছ কোথায় ?


বিকেলের সোনালি রোদ্দুরে খোঁপায় গুজে চাপা ফুল,
চলেছ কোথায় তুমি? কোন সে নীল সমুদ্রকূল ?    
আমিও তোমার সঙ্গী হবো নিয়ে যাবে কি আমায় ?


তোমার কাজল আঁকা দুটি চোখে আমি খুঁজে ফিরি স্বপ্ন,
তোমার কালো চুলের মায়ায় আমি সদা থাকি মগ্ন।
আমি হারাবো তোমার কাজল আঁকা দুটি চোখের মায়ায়।।
  
রুপার নূপুর পায়ে তুমি লাবণ্য নৃত্যরত অপ্সরা,
তোমার নূপুরের রিনিঝিনি শব্দে মাতাল বসুন্ধরা।
এসো দুজনে মিলে হারিয়ে যাই দূর অজানায়।।