ওরে আমার ময়না পাখি শুধাই আজি তোরে,
কিসের লাগি দিলি ব্যথা আমার এই অন্তরে?


একটা সময় ছিলাম পাগল তোর লাগিয়া,
আমার বুকে আঘাত করে বন্ধুয়া গেলা ছাড়িয়া।।
কষ্টে ভরা জীবন আমার প্রাণে সহে নারে।।


বসন্তেরও এমন দিনে সূর্য ডোবার বেলায়,
একটা নজর দেখব বলে বুক বাঁধিতাম আশায়।।
বুঝলি নারে ময়না পাখি আমার এই মনটারে।।


আষাঢ় মাসে মেঘলা দিনে কালো মেঘের খেলা,
বন্ধুয়ারে না দেখিলে মন হইত উতলা।।
আমার পোষা ময়না পাখি উড়ে গেল কোথায়রে?