আমার চোখেই মেঘেদের বাস
বৃষ্টি হয়ে ঝরে,
ঝড়ো হাওয়া বয়ে যে যায়
আমার বুকের অন্দরে।


একটা ঝড়েই ঝরবে পড়ে
বাগানের ফুলগুলো,
এক পলকেই উড়বে নীলে
শুভ্র নরম তুলো।
দুঃখ আমি নিরন্তর যাই বয়ে
পৃথিবীতে জনম ভরে।


সর্বনাশা  বন্যা এসে
ভাসিয়ে যে নেবে কুটির,
প্রবল ঝড়ে পড়বে ভেঙে
পাখির কাঁচা নীড়
মনের ভিতর বয়ে যায় স্রোত
ধ্বংসের কথা স্মরে।