একটা প্রেম দরকার/মাননীয় সরকার
গণতান্ত্রিক রাষ্ট্র বলে কথা..!
আর পাঁচটা ছেলে/দশটা মেয়ে পেলে
আমার কেনো থাকবে ব্যাকূলতা..?
এদিক সেদিক ডেটিং/ফার্স্ট ডেইট ও সেটিং
অপেক্ষাতেই দিন গুনে যাই...!
চাতক দুটি চোখে/থাকছি একা শোকে
আমার তরে বরাদ্ধ কি নাই..?


একটা মেয়ে দরকার/বুঝলেন নাকি সরকার..?
আঙুল ধরে থাকবে সকাল দুপুর,
পায়ে পায়ে হাটবে/ঠোঁটে ঠোঁট কাটবে,
ঘরের বুকে বাজবে ছুড়ি নুপুর,
বলবে শুধু আমায়/এই প্রেম কে থামায়..?
চলো গিয়ে বিয়ে করে ফেলি..!
আমি বলবো না না ওসব করতে মানা
আকাশ দেখতে চলো দু'চোখ মেলি..!


একটা সখী দরকার/বুঝে নিন সরকার,
দিন গেলে ও রাত তো যাচ্ছে না..!
একাকী এই জেলে/আসল সুখ কি মেলে..?
মনতো আর মানতে পারছেনা..!
শৈশব-কৈশোর শেষে/যৌবন গেলো এসে
এইবার একটু ভেবে দেখলে পারেন,
ছলচাতুরী বাধ/আমার বড্ডই স্বাদ.
না পারলে নিজে গদি ছাড়েন..!!