কেনো ফিরে তাকালি দুই-দুবার করে
কেনো চোখ বাঁকালি দুই-দুবার করে,
কেনো ফিরে তাকালি দুই-দুবার করে
কেনো চোখ বাঁকালি দুই-দুবার করে।
একবার দেখে তোকে মন ভরেনা
চায়লেও হাজার বার চোখ সরেনা,
তাই দেখেছি, মেপেছি।
দুই-দুবার করে, দুই-দুবার করে,
দুই-দুবার করে, তোকে দুই-দুবার করে।


ছিটি মারে বারে বারে প্রেমের ঘন্টা বাজে
মন লাগেনা মন জাগেনা আর তো কোনো কাজে।
ও ছিটি মারে বারে বারে প্রেমের ঘন্টা বাজে
মন লাগেনা মন জাগেনা আর তো কোনো কাজে।
চাঁদ কেনো উঠেনা, দুই-দুবার করে,
ফুল কেনো ফুটেনা, দুই-দুবার করে।
চাঁদ হয়ে তোর মনে উঠবো দু-বার,
ফুল হয়ে তোর মনে ফুঠবো দু-বার।
তাই দেখেছি, মেপেছি।
দুই-দুবার করে, দুই-দুবার করে,
দুই-দুবার করে, তোকে দুই-দুবার করে।


ও চুপটি করে হাতটি ধরে আয়না রে তুই কাছে
অনেক কথা ব্যাকুলতা তোকে বলার আছে।
ও চুপটি করে হাতটি ধরে আয়না রে তুই কাছে
অনেক কথা ব্যাকুলতা তোকে বলার আছে।
প্রাণ কেনো আসেনা, দুই-দুবার করে,
জান কেনো বাঁচেনা, দুই-দুবার করে।
প্রাণ হয়ে তোর বুকে ফিরবো দু-বার,
জান হয়ে তোর বুকে ভিরবো দু-বার।
তাই দেখেছি, মেপেছি।
দুই-দুবার করে, দুই-দুবার করে,
দুই-দুবার করে, দুই-দুবার করে।
দুই-দুবার করে, তোকে দুই-দুবার করে।