পুণ্য জন্ম দিবস ২৩ শে জানুয়ারি,
আসো আজি গাহি গান সব নর নারী।
বীর সেনাপতি তুমি ভারত রতন,
এ পুণ্য লগ্নে তোমারে করি যে স্মরণ।
আনিলে যে দেশপ্রেম পরাধীন দেশে,
সশস্ত্র সংগ্ৰামে ভীত দুষ্ট বৃটিশে।
আহব্বান করিলে তুমি রক্তের ডাকে,
অবহেলায় ঐ ডাকে কে ঘরেতে থাকে!
"দিল্লি চলো" ভাঙিতে ঐ দাসত্ব শৃঙ্খল,
সে ডাকে 'স্বাধীন' হলো ভারত  উজ্বল।
"নেতাজী" নাম নয় ইতিহাস সোনার,
বাকি আরো বহু আছে জানার তাঁহার!
"বন্দেমাতম" ভারত দেশ মাতৃভূমি,
"নেতাজী" অমর রহো হৃদয়েতে তুমি।


        *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/০১/২০১৮ ইং
   ১০ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ৬.১৫