অঞ্জনা ওগো আমার অঞ্জনা (গীতিকবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঞ্জনা, অঞ্জনা ... ওগো আমার অঞ্জনা!
(ও তোমার) মনের ঘরে উঁকি দিতে নেই মানা।


অঞ্জনা.....


হৃদয় দুয়ার খুলে রাখো ওগো হৃদয় রানী
আমি তোমার মনের রাজা এই তো শুধু জানি।
তোমার আমার ভালবাসার নেই কো তুলনা।


অঞ্জনা....
অঞ্জনা, অঞ্জনা ... ওগো আমার অঞ্জনা!
(ও তোমার) মনের ঘরে উঁকি দিতে নেই মানা।
অঞ্জনা.....


সাত সমুদ্র তেরো নদী পারে চলে যদি যাই,
তোমায় নিয়ে বাঁধবো যে ঘর আমার দুজনাই।
জনম জনম বাসবো ভালো তোমায় কভু ভুলবো না।
অঞ্জনা....


অঞ্জনা, অঞ্জনা ... ওগো আমার অঞ্জনা!
(ও তোমার) মনের ঘরে উঁকি দিতে নেই মানা।
অঞ্জনা.....


তোমায় নিয়ে চাঁদের দেশে পালিয়ে যদি যাই,
বিশ্বজুড়ে তোমায় আমায় কেউ খুঁজে পাবে নাই।
তোমার সাথে চিরতরে হারিয়ে যেতে নাই মানা।
অঞ্জনা....
অঞ্জনা, অঞ্জনা ... ওগো আমার অঞ্জনা!
(ও তোমার) মনের ঘরে উঁকি দিতে নেই মানা।
অঞ্জনা.....


হাসির পরে কান্না আসে দুঃখের পরে সুখ,
তোমায় ছেড়ে থাকতে যে দুঃখে ফাটে বুক।
প্রীতি ও প্রেমের বন্ধনেতে মোরা থাকবো দুজনা।


অঞ্জনা....
অঞ্জনা, অঞ্জনা ... ওগো আমার অঞ্জনা!
(ও তোমার) মনের ঘরে উঁকি দিতে নেই মানা।
অঞ্জনা..... ও সোনা ...... আমার অঞ্জনা..........