আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (গীতিকবিতা)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


এ মাটিতে ফসল ফলে,
রোদে পুড়ে ভিজে জলে,
লাঙল চষে চাষীর ছেলে এই গাঁয়ে তার বসত-বাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


গাঁয়ের মাটি সবুজ ছায়া,
গাঁয়ে আছে মমতা মায়া,
গাছে নাচে দোয়েল টিয়া সুরে শিস দেয় পরিপাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


সকালে সোনার রবি উঠে,
দিঘির জলে শালুক ফুটে,
চড়ুইপাখি খায় ধান খুঁটে গোবরে নিকানো আঙ্গিনাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


সাঁঝের বেলা আঁধার নামে,
সানাই বাজে আমার গ্রামে
জোছনা ঝরে এ ধরাধামে সুখের স্বর্গ আমার গাঁ টি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।