ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি।।


চণ্ডীমণ্ডপ আর
হেঁসেলঘর
কেবল শুদ্ধ করে
ছড়ার নূড়ি।।


ছড়ার হাঁড়ির জল
ক্ষণেক পরশ ফল
ক্ষণেক ছুঁস নে বলে
কর চেগুড়ি।।


ছড়ার হাঁড়ির মত
আছে আর এক তত্ত্ব
লালন বলে জাগাও
বুদ্ধির নাড়ি।।