ভাবের উদয় যেদিন হবে।
হৃদকমলে সে রূপ ঝলক দিবে।।


ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কী ফল হয়
ভাবের ভাবি থাকলে সদাই
গুপ্ত-ব্যক্ত নীলা সব জানা যাবে।।


দ্বিদলে সহস্র দল
একরূপে সাঁই করে আলো
সেইরূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কী করিবে।।


অদেখা ভজনা করা
আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে ভাবুক যারা
জ্ঞানের বাতি জ্বেলে চরণ পাবে।।