মুরশিদ বিনে কী ধন আর আছে রে মন এ জগতে।
যে নাম স্মরণে মন রে, তাপিত অঙ্গ শীতল করে
ভববন্ধন জ্বালা যায় গো দুরে জপ ঐ নাম দিবারাতে।।


মুরশিদের চরণের সুধা, পান করিলে যাবে ক্ষুধা
করো না মন দেলে দ্বিধা, যেহি মুরশিদ সেহি খোদা
ভজ ওলিয়েম মুরশিদা আয়াত লেখা কোরানেতে।।


আপনি আল্লা আপনি নবি, আপনি হন আদম সফি
অনন্ত রূপ করে ধারণ, কে বোঝে সাইর লীলার করণ
নিরাকারে হাকিম নিরঞ্জন মুরশিদ রূপ ওই ভজন পথে।।


কুল্লে সাইন মোহিত আর, আল্লা কুল্লে সাইন কাদির
পড় কালাম নিহাজ কর তবে সে ভেদ জানতে পার
কেন লালন ফাঁকে ফের ফকির নাম পাড়াও মিছে।।