কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি।
এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরনতরী।।


পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিত পাবন।
সেই ভরসায় আছি যেমন,
চাতক মেঘ নিহারি।।


যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ।
মারিলে মরি নিতান্ত
বাঁচালে বাঁচতে পারি।।


সকলরে নিলে পারে
আমারে না চাইলে ফিরে।
লালন বলে এ সংসারে
আমি কি তোর এতই ভারি।।