জ্যান্তে মরা প্রেম সাধন পারবি তোরা।
যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা।।


শোসায় শোষে না ছাড়ে বাণ
ঘোর তুফানে বায় তরী উজান
ও তার কামনদীতে চর পড়েছে
প্রেমনদীতে জল পোরা।।


হাঁটতে মানা, আছে চরণ
মুখ আছে তার, খাইতে বারণ
ফকির লালন কয়, এ যে কঠিন মরণ
তা কি পারবি তোরা।।