গুরু বস্তু চিনে নে না।
অপারের কাণ্ডারি গুরু
তা বিনে কেউ কুল পাবে না।।


কি কার্য করিব বলে
এ ভবে আসিয়াছিলে।
কি ছার মায়ায় রইলি ভুলে
সে কথা মনে প’ল না।।


হেলায় হেলায় দিন গেল
মহাকালে ঘিরে এলো।
আর কখন কি করবি বল
রংমহলে পড়লে হানা।।


ঘরে এখন বইছে পবন
হতে পারে কিছু সাধন।
সিরাজ সাঁই কয় অবোধ লালন
এবার গেলে আর হবেনা।।