এই মানুষে সেই মানুষ আছে ।
কত মুনি-ঋষি যোগী-তপস্বী তারে খুঁজে বেড়াচ্ছে ।।


জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
আলেক মানুষ অমনি সদাই
আছে আলেকে বসে ।।


অচিনদলে বসতি যার
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনাসে ।।


আমার হল বিভ্রান্তি মন
বাইরে খুঁজি সাঁই কয় ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে ।।