দেল-দরিয়ায় ডুবিলে কি সে ধড়ের খবর পায়।
নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়।।


স্বয়ং রূপ সৃষ্টি করে
দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা
মানুষ ভজে কার্য সিদ্ধি করে যায়।।


একেতে হয় তিনটি আকার
অযোনী সহজ সংস্কার
যদি ভাবতরঙ্গে তর মানুষ চিনে ধর
দিনমণি গেলে কি হবে উপায়।।


মূল হইতে হয় ডালের সৃজন
ডাল ধরে পায় মূল অন্বেষণ
অমনি রূপ হইতে স্বরূপ তারে ভেবে বেরূপ
অবোধ লালন সদাই নিরূপ ধরতে চায়।।