মাগো   তোমার কোলে জন্ম নিয়ে
            ধন্য আমি জীবনে,
মাগো   তোমার বুকে মাথা রেখে
            বাঁচতে যে চাই ভুবনে।


তোমার সবুজ-শ্যামল আঁচলপটে
             সুখের ছবি আঁকি,
তোমার ধূলোবালি কাদাজলে
             দুখের কাব্য লিখি।
মাগো  তোমায় আমি ভালোবাসি
             শ্রদ্ধা তোমার চরণে।


তোমায় দেয়নি কিছুই নিয়ে গেছি
             শুধু দু'হাত ভরে,
তবু   তুমি হাসো চাঁদের হাসি
             দাও সব উজাড় করে।
মাগো  তোমার বুকে ঠাঁই পেতে চাই
           জীবন শেষে মরণে।