ঈমানের দখিনা হাওয়া দোলা দেয় যদি কারো মনে,
হাসনা হেনার সুবাস ছড়াবে তার চেতনার বনে।


বন্ধুর পাহাড়ে এঁকেবেঁকে ছুটে চলে ঈমানের ঝরনা,
খরস্রোতা নদীতেও বয়ে যাবে ঈমানের ও বিপ্লবী বন্যা;
ঈমানের রেণু ফুলেফলে ভরে দেবে তার দু’জীবনে।


দুঃখের ঢেউ আসতে পারে জীবন নদীর তীরে,
বড় একাকী লাগতে পারে খল ছলনার ভিড়ে,
(তবু) দোস্তি কখনো হবে না তার তাগুতেরও সনে।