তুমি আমার ভোরের সূর্য ভালোবাসায় ভরা সিন্ধু,
তুমি আমার রংধনু রং অস্তিত্বের শেষ রক্ত বিন্দু,
তোমায় আমি ভালোবাসি
বাংলাদেশ প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ।।


তুমি আমার নিঝুম দুপুর রাখালেরও বাজানো বাঁশি ,
তুমি আমার মায়ের কোলে ছোট্ট শিশুর অনাবিল হাসি ,
তুমি আমার রাতের আকাশ জোছনা ভরা তারার ঝিকিমিকি ,
তোমার জন্য দিয়েছি খুন হয়ে গেছি স্বপ্নের কাব্য চাষী।।


তোমার মাটি, কাদা-ধূলোর গন্ধ গায়ে মাখি সারাক্ষণ,
তোমার আলো পানি বাতাস ছাড়া টেকে না তো এই মন,
কোথাও গেলে মন ভরে না শুধু তোমায় ভালোবাসি
বাংলাদেশ আমি তোমায় প্রাণের চেয়ে বেশি ভালোবাসি।।