জীবন জুড়ে মায়ের অবদান
করো না কভু তার অসন্মান
গড়তে গিয়ে তোমার জীবন
ছেড়েছেন মা সবকিছু সারাক্ষণ।


বিলিয়ে দিয়ে নিজের জীবন
তোমার তরে কেটেছে প্রতিক্ষণ
কভু নিজের কথা ভাবেনি কখন
সেই মাকে ভালোবাস সারাক্ষণ।


ধরায় মানুষ হলে তুমি যার কারণ
করে দেখ তবে কিছুটা অনুধাবন
ভুলে যেও না কভু মায়ের অবদান
সমুন্নত রেখ সদা মায়ের সন্মান।


বৃদ্ধা হয়ে গেলে জননী কখন
বৃদ্ধাশ্রমে রেখ না কারণ অকারণ
নিজের কাছে আকড়ে রেখ সারাক্ষণ
জননী তোমার চির আপনজন।
২৪.০৪.২০২১