তোমার নামের মোহন বাঁশি বাজছে সুরে সুরে,
জাগিয়ে দাও, প্রভু তুমি আমার হৃদয়পুরে।।


শাখায় শাখায় আঘাত হেনে,
অগ্নি জ্বলে গেছি জেনে;
তোমার গানের আবাহনী নয়তো বেশি দূরে।।


মেঘে মেঘে বজ্রাঘাতে শুনি তোমার গান,
সেই গানেরই মধুর সুরে মুগ্ধ আমার প্রাণ।


তোমার অরূপ সুরের বাঁশি
মধুরিমা রাশি রাশি
ছড়িয়ে দাও বিশ্ব মাঝে, ঝরছে ঝুরে ঝুরে।।


১৪/০৯/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।