লাল শাড়ি পইড়াছে আমার প্রিয়া(২)
আজকে নাকি হবে প্রিয়ার বিয়া
আমার যত বন্ধুবান্ধব আয়রে তোরা আয়
আমারে উঠাইয়া দে মসজিদের খাটিয়াইয়রে
আমার যত বন্ধুবান্ধব আয়রে তোরা আয়
আমারে উঠাইয়া দে মসজিদের খাটিয়ায়।


এক হাতে তার রক্তজবা অন্য হাতে ফুল
মাথার ভেতর গাথা ছিল রক্তজবা ফুল
জানতাম যদি এমন কইরা মারবিরে আমারে
এত আপন কইরাকি আর বাসতাম ভাল তোরে
তাই আমার য্ত বন্ধুবান্ধব আয়রে তোরা আয়
আমারে উঠাইয়া দে মসজিদের খাটিয়ায়।


এই দুনিয়ার জগতমাঝে কেউতো কারো নয়
স্বার্থ লোভে সবাই করে প্রেমের অভিনয়
প্রেম কখনো হয়না প্রণয় দুখ সুখে ভাসে
সুখেরে স্রাবনে আমার অশ্রু ঝড়ে বিশে
তাই আমার যত বন্ধুবান্ধব আয়রে তোরা আয়
আমারে উঠাইয়া দে মসজিদের খাটিয়ায়।