মনের খাতায় নাম লিখিলে সেকি আপন হয়
হৃদয় মাঝে রাখলে বলো তাকে পাওয়া যায়
স্বপ্ন ঘেরা যুগল আঁখি কাঁদে নীরব বেদনায়
ভালোবেসে বিনিময়ে কেবল দুঃখ সাথী হয়


জগতের এই নিষ্ঠুর খেলায় হলাম একাকী
সাঁঝের আলয় রঙের মেলায় দেখা দিবে কি
আসার পাখি নিরাশার বুকে ব্যথার গান গায়
সুখ হইলো না জীবনে আমার কষ্টরা শুধু রয়


হায়রে আমার অবুঝ মন করে কেন জ্বালাতন
ভালোবেসে হই নাই প্রাণ বন্ধুর মনেরই মতন
কান্না হাসির এই জীবনে সুখী বলো কয় জনায়
জীবনে বলে প্রেমের দায়ে কাটে দিন বেদনায়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ০৫।০৮।২০২১