মা বলে আর ডাকবি কারে
ও তোর মাতো এখন ঘরে নাই ২
আমার সুখের স্বর্গ দুঃখে ঘেরা
কোথায় গেলে বলো তারে পাই ২


আদর যত্ন ভালো বাসায়.........
রাখছে মায় কতো মায়ায় গো ২
কত দিন গত হলো দেখি না তোমায়
কেমনে আছো ভুলে বলো না আমায় ২


কাঁদে তোমার প্রাণের বাঁচায়
মাগো সঙ্গে একবার যেতে চায় ২
তুমি একা ফেলে গেছো চলে
নেওয়া নাকি ভীষণ দায়/কঠিন দায় ২


আসবে বলে সেইজে গেলে ফিরেতো এলে না
কোথায় আছি কেমন আছি খবর তো নিলো না ২
আমার কি হালে যায় দিন রজনী কেউতো জানে না
মা বিনে সন্তানের ব্যথা অন্যে জানে না মাগো/বুঝে না ২


ভাবিয়া কয় কবি লেখক জীবনে মাগো
দেখা হবে আর জনমে মনের বাসনায় ২
দেখবো আমি তুমি থাকবে কেমনে
কেন আমায় সেদিন সঙ্গে নিলে নায় ২
রচনা কাল :  ০১.০৮.২০২১
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন